সিএন নিউজ ডেস্কঃ
হোম কোয়ারেন্টাইন এর শর্তাবলি লঙ্ঘন করায় নাঙ্গলকোটের রায়কোট এ ২ প্রবাসী কে ৪০০০/- আর্থিক জরিমানা করে তালাবদ্ধ করে রেখে আসা হয়। নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে অলিপুর বাজার মনিটর করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামিয়া সাইফুল’সহ প্রশাসনিক কর্মকর্তাগণ ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: ถมที่ดินสมุทรสงคราม
Pingback: megabet
Pingback: เอเจนซี่ศัลยกรรมจีน
Pingback: Jav