প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটে ৬৫ পরিবারের মাঝে বর্ণমালা সামাজিক সংঘের ইফতার সামগ্রী বিতরণ

নাঙ্গলকোটে ৬৫ পরিবারের মাঝে বর্ণমালা সামাজিক সংঘের ইফতার সামগ্রী বিতরণ

 

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বব্যাপী দূর্যোগ মহামারী করোনা ভাইরাসের কারণে মানবতার এমন ক্রান্তিলগ্নে গরীব,দুস্থ,
অসহায় ও নিন্ম মধ্যবিত্ত মানুষের মধ্যে নাঙ্গলকোটের হেসাখাল বর্ণমালা সামাজিক সংঘের উদ্যোগে ৬৫ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করা হয়।

প্রতিটি প্যাকেটে ছিল চাউল ৫ কেজি, আলু ২ কেজি, তৈল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, ছোলা বুট ১ কেজি, বুটের ডাল ১ কেজি, মুড়ি ১ কেজি, লবন ১ কেজি, সাবান ১ টি।

এসময় উক্ত সংঘের সদস্যরা জানান, দেশের এই ক্রান্তিলগ্নে যারা আর্থিক ভাবে সহযোগিতা করছে বর্ণমালা সামাজিক সংঘের সদস্য,শুভাকাঙ্ক্ষী এবাং গ্রামের বিত্তবান ও প্রবাসী ভাইদের অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক ধন্যবাদ। সামাজিক নিরাপত্তার নিশ্চত করে উপহার সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতা করার জন্য বর্ণমালা সামাজিক সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …