
শামীমুর রহমান, নাঙ্গলকোট ।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে আলোচনা সভা, আনন্দ র্যালী ও কেক কাটার মাধ্যমে জন্মদিন পালিত হয়। পরে উপজেলা ছাত্রলীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, সহ-সভাপতি শেখ রাসেল, ইব্রাহিম আল হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন পিন্টু, আবু ইসহাক, দপ্তর সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক এস আই রুবেল, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সহসাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অনি মজুমদার, ক্রিয়া সম্পাদক রাসেল, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক বাবু, ছাত্রলীগ নেতা শিমুল, বেলাল, সুমন, নুরুল ইসলাম, আনোয়ার, কালাম, শিশির, তামজিদ, আশিক প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Edibles UK
Pingback: Gates of Olympus
Pingback: เช่าเครื่องสเลอปี้
Pingback: บริษัทรับทำเว็บไซต์
Pingback: https://86nur-sultan.kz/