নিজস্ব সংবাদদাতাঃঃ-
কুমিল্লার নাঙ্গলকোট থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন নাঙ্গলকোট সাংবাদিক সমিতি সদস্যরা।
মঙ্গলবার বেলা ১২ টায় এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন তারা। আলাপচারিতায় উঠে আসে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন বিষয়, উঠে আসে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, সহ নানা গুরুত্বপূর্ণ দিক। এসব বিষয় প্রতিরোধে সবার সহযোগিতা চেয়েছেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক আমাদের নাঙ্গলকোট পত্রিকার সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুছ, সহ-সভাপতি রিজওয়ান মজুমদার গিলবাট, সহ-সভাপতি হুমায়ূন কবির, সমিতির সাধারণ সম্পাদক ও সিএন নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক রবিউল হোসাইন রাজু, দপ্তর সম্পাদক নাঈম উদ্দিন নয়ন, সদস্য আব্দুর রহিম বাবলু, মহসিনুর রহমান সজিব, সাজ্জাদ হোসেন রাহাদ, মনির হোসেন অনিক প্রমূখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: Everything you must know about demirtas info
Pingback: Sweet Bonanza online
Pingback: Mushroom Microdosing for Anxiety and Depression
Pingback: ปั้มไลค์
Pingback: บริการขอ อย