মু.সাইফুল ইসলাম সবুজ:-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশ উপলক্ষে অসহায়দের মাঝে অনুদান ও উপকরণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পেরিয়া ইউনিয়ন প্রবাসী সোসাইটির আয়োজনে উত্তর শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার লামইয়া সাইফুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও অর্থ সম্পাদক শাকিল মুন্সি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান এম এ হামিদ, এবিএম আবুল কাশেম, আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মফিজুর রহমান মজুমদার, মাস্টার ইসমাইল হোসেন মজুমদার, মাওলানা আব্দুল মালেক, ডাক্তার ছায়েদ উল্লাহ,মাস্টার আব্দুল বারিক মজুমদার, মাস্টার ইব্রাহিম, প্রফেসর শাহজাহান, দীন মোহাম্মদ, ডাক্তার মফিজুর রহমান, আইয়ুব আলী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু ইসহাক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিনিধি ওবায়দুল্লাহ বাবলু ও আব্দুল জলিল। উক্ত অনুষ্ঠানে হতদরিদ্রের মাঝে ২০টি সেলাই মেশিন, ৪টি টিউবওয়েল, প্রতিবন্ধীদের মাঝে ২টি হুইল চেয়ার, ৩জনকে নগদ ৩০ হাজার টাকা প্রধান করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে