রবিউল হোসাইন রাজুঃ-
একঝাঁক পরিশ্রমী প্রবাসী তরুণ যুবকদের নিয়ে গঠিত কুমিল্লার নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিট। দেশ মাতৃকার উন্নয়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশে নিজের মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করছেন এ সংগঠনের সদস্যরা, তাঁদেরই একটি বিশাল অংশ ব্যয় হয় নিজ উপজেলার বিভিন্ন আর্ত মানবতার সেবায়।
সে ধারাবাহিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাঙ্গলকোট প্রবাসী কল্যান ইউনিটের উদ্যোগে উপজেলার অসহায় ১৯২ টি পরিবারের হাতে তুলে দেয় ঈদ সামগ্রী। শনিবার পৌর সদরের রৌশন রফিক একাডেমিতে অনুষ্ঠিত হয় এ কার্যক্রম।
এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান খাঁন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিনিধি ইব্রাহিম মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বিএসসি, পদুয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, প্রাঃ শিঃ শহিদ উল্লাহ, বাংলাদেশ প্রতিনিধি ফরিদা ইয়াছমিন।
প্রবাসী কল্যান ইউনিটের সহ সভাপতি শাকিল মুন্সি , ক্রীড়া সম্পাদক এ এস জুয়েল, জে এইচ জামাল, মাইন উদ্দিন রাজু, অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রতিনিধি আলমগীর হোসেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
