
মুহিব্বুল্লাহ আল হুসাইনীঃ
পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার প্রবাসীদের প্রাণের সংগঠন,
নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিটের ৯১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এতে মজিবুল হক মজিব’কে সভাপতি এবং রবিউল আলম মোল্লা রোবেল’কে সাধারণ সম্পাদক ও এমডি শাহিন মজুমদারকে ১ নং সাংগঠনিক সম্পাদক এবং নুরুল হক’কে প্রচার সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

পাশাপাশি নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিটের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাফায়েত হোসেন বড় সাফা’কে প্রধান উপদেষ্টা করে ১৪ জন বিশিষ্ট উপদেষ্টা পরিষদ অনুমোদন দেয়া হয়েছে। আহ্বায়ক আনিসুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজিব , যুগ্মআহ্বায়ক ফয়সাল ভুঁইয়া ও সদস্য সচিব ইউসুফ মিয়াজীর দূরদর্শী ভাবনা ও দক্ষতায় এই কমিটির অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য যে, এর আগে গত কমিটির সভাপতি শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন মিয়াজী তাদের মেয়াদের শেষ দিনেই একটু সুন্দর আহ্বায়ক কমিটি গঠন করেন।

এই নবনির্বাচিত কমিটি দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: 1xslot argentina
Pingback: Lasvegas168 จะมีอะไรให้เล่นบ้าง
Pingback: Aviator
Pingback: โรงแรมแมว นนทบุรี