কুমিল্লা নাঙ্গলকোটে গতকাল শুক্রবার বিকাল ৪টায় রওশন রফিক একাডেমিতে নাঙ্গলকোট সাংবাদিক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সহ-সভাপতি রিজওয়ান মজুমদার গিলবাটের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রবিউল হোসাইন রাজু, সাংগঠনিক সম্পাদক মুহিব্বুল্লাহ আল হুসাইনী, নাঙ্গলকোট আলট্রা মডার্ন হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক মো: হুমায়ুন কবির।
সাপ্তাহিক সবুজপত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন স্বপন ,নাঙ্গলকোট টাইমস পত্রিকার সহ-সম্পাদক আব্দুর রহিম বাবলু , সংগঠনের দপ্তর সম্পাদক নাইমুদ্দিন, প্রচার সম্পাদক আবদুল হান্নান,সদস্য নোমান উদ্দিন, মহসীনুর রহমান সজীব প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: visit website
Pingback: ขายพาเลทพลาสติก
Pingback: 7slots uygulama
Pingback: ติดเน็ตบ้านทรู
Pingback: p mexicana