নানা আয়োজনে আলোর প্রদীপের বর্ষবরণ
এপ্রিল ১৫, ২০১৯
506 দেখেছেন

সাজেদুর আবেদিন শান্তঃ
গতকাল আলোর প্রদীপ সংগঠনের সাংস্কৃতিক উপ কমিটির তত্ত্বাবধানে নানা আয়োজনের মধ্যে দিয়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।দিনভর উৎসবমুখর আয়োজনে ছিলো সদস্যদের পরিচয়পত্র বিতরণ, ওয়েবসাইট উদ্বোধন, পান্তা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগঠনের উপদেষ্টা আব্দুল হান্নান ও আখতারুজ্জামান সোহেলের হাতে পরিচয়পত্র তুলে দেয়ার মাধ্যমে সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল এই কার্যক্রমের শুভ সূচনা করেন।এরপর আনুষ্ঠানিকভাবে সংগঠনের ওয়েবসাইট সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপ চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম,মোঃ বাবলা হোসেন,যুগ্ম-সম্পাদক এস এম আহসান কবির,হিসাবরক্ষক মোঃ মেহেদী হাসান,সাবেক যুগ্ম-সম্পাদক ইন্নাতুন মসনবী,আলোর প্রদীপ খেলাঘর আসরের সভাপতি মোঃ বোরহান উদ্দিন,সদস্য শামিম ইসলাম,সাজেদুর আবেদীন শান্ত,রাজিবুর রহমান,সবুজসাথী উচ্চ বিদ্যালয় শাখার সহ-সভাপতি সামিউল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
৬ মন্তব্য
Pingback: เว็บพนันออนไลน์เกาหลี
Pingback: ufabet789
Pingback: โบลเวอร์ kruger
Pingback: additional resources
Pingback: Best Tailor in Bangkok
Pingback: Onlineshop Bassetti Granfoulard Sale