সিএন নিউজ ডেস্ক:
নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে খ্রীষ্টান ধর্মালম্বীদের অন্যতম উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে বুধবার সকাল থেকে খ্রীষ্টান ধর্মালম্বীরা মেতে ওঠেছে নানা উৎসবে। ২৫ ডিসেম্বর রাত ১২টা এক মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হয়।
বড় দিনকে ঘিরে সকাল থেকে জেলা সদরে ব্যাপটিষ্ট গীর্জা ও ফাতেমা রানী ক্যাথলিক গীর্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনা। সকাল থেকেই খ্রীষ্টান ধর্মালম্বী শিশু নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনার মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করে, প্রার্থনায় আত্মশুদ্বির মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করে সকলে।
এসময় খ্রীষ্ট ভক্তরা যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসাথে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহবান জানান। সমবেত প্রার্থনা শেষে সকলে মিলে মিলিত হয় যীশুর আরাধনায় সমবেত সংগীতানুষ্টানে এসময় খ্রীষ্টান ধর্মালম্বীরা সমবেত সংগীতের মধ্য দিয়ে যীশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
১১ মন্তব্য
Pingback: blazing crown
Pingback: checkslip
Pingback: gratowin casino mon compte
Pingback: promo code
Pingback: vg98
Pingback: เทปใส
Pingback: my company
Pingback: ดูหนังออนไลน์ฟรี
Pingback: joanna kazmierczak dolls
Pingback: play
Pingback: tobacco pouches Canada