সাজেদুর আবেদিন শান্তঃ
গতকাল ৯মার্চ শনিবার উপজেলার বুড়াইল স্কুল এন্ড কলেজ মাঠে এসকেএস ফাউন্ডেশনের পাওয়ার প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা নারী ফেডারেশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সুবিধাভোগী নারীদের অংশগ্রহনে এ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলায় উপজেলা নারী ফেডারেশন দল ১-০ গোলে মহিলা বিষয়ক অধিদপ্তরের সুবিধাভোগী দলকে পরাজিত করে। পরে উপজেলা মহিলা বিষয়ক অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের পরিচালক জোসেফ হালদার, একশন এইড বাংলাদেশের জেনারেল এ্যাসেম্বলী মেম্বার ও মানবাধিকার কর্মী অঞ্জলী রাণী দেবী, রংপুর বিভাগ ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি ওয়াজিউর রহমান র্যাফেল, এসকেএস ফাউন্ডেশনের পাওয়ার প্রকল্পের কো-অর্ডিনেটর জালাল উদ্দিন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, নারী খেলোয়ার বেলী বেগম প্রমুখ। শেষে অতিথিবৃন্দ নারী ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে ও নারী দিবস উপলক্ষে নির্বাচিত ৭জন জয়িতার মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলাটি পরিচালনা করেন ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা আকতার।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: Best Thai Houston
Pingback: share like and more
Pingback: Villa for sale in phuket
Pingback: Book of Ra