সিএন নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ
ফক্স নিউজের সাবেক এক নারী সাংবাদিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিন তাকেও আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগেই ওই নারী সাংবাদিককে তিনি খারাপ প্রস্তাব দেন। ওইসময় তিনি বলেছিলেন, তার ট্রাম্প টাওয়ারে যেতে আর অন্তরঙ্গ সম্পর্কে জড়াতে।
ট্রাম্প তাকে এও বলেছিলেন, মাঝে মাঝে তুমি আমার অফিসে আসতে পারো, আমরা চুমু খেতে পারি।
কোর্টনি ফ্রিয়েল (নারী সাংবাদিক) প্রায়ই ট্রাম্পের প্রিয় টিভি শো ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এর উপস্থাপকের দায়িত্ব পালন করতেন। তিনি সম্প্রতি তার লেখা বইতে এ নিয়ে মুখ খুলেছেন। বইটির নাম টুনাইট অ্যাট টেন: কিকিং বুজ অ্যান্ড ব্রেকিং নিউজ। ট্রাম্প কোর্টনিকে ফক্স নিউজের সবচেয়ে আবেদনময়ীদের একজন হিসেবেও আখ্যা দিয়েছিলেন।
ট্রাম্প বেশ কয়েকবার ওই নারীর সঙ্গে ফক্স নিউজের অফিসে ফোন করে কথা বলেছিলেন। ডেইলি নিউজ কোর্টনির বইটি প্রকাশ করেছে।
বইয়ে কোর্টনি বলেছেন, ট্রাম্প আয়োজিত মিস ওয়ার্ল্ডের বিচারক হতে চেয়েছিলেন তিনি। এটি শোনার পর ট্রাম্প তাকে জানান, কোর্টনির বিচারক হওয়া সম্ভব নয় কারণ তিনি অন্য টিভি নেটওয়ার্কে কাজ করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: تحميل تطبيق 1xBet الآن
Pingback: custom suit Bangkok
Pingback: Book of Ra
Pingback: Villa for Rent in Phuket