“নার্সিং”
হিমেল আহমেদ।
নার্সিং নয়তো শুধু একটি পেশা,
নার্সিং হলো আর্তমানবতার সেবায় এগিয়ে আশা।
নার্সিং নয়তো শুধু কিছু শিক্ষার চাদরে ঘেরা মানুষের কটু কথা,
নার্সিং হলো সকল বাধা পেরিয়ে মহৎ কাজের স্বপ্ন দেখা।
নার্সিং নয়তো শুধু হাসপাতালের ওয়ার্ড এ বসে সময় কাটানো,
নার্সিং হলো মুমূর্ষুকে সুস্থতার স্বপ্নের পথ দেখানো।
নার্সিং নয়তো অসৎ উপায় টাকা কামানোর সহজ পথ,
নার্সিং হলো ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর দেখানো আদর্শ পথ,
নার্সিং নয়তো শুধু শীতল বাতাসে কফি খেয়ে রোগী দেখা,
নার্সিং হলো যেকোনো পরিবেশে রোগীদের কাছে গিয়ে সুস্থ্যতার হাত বাড়িয়ে দেওয়া।
নার্সিং নয়তো নিজেকে নিয়ে ভাবনার সমুদ্রে হারিয়ে যাওয়া,
নার্সিং হলো ধর্ষিত হয়ে নিথর দেহের রক্তের গন্ধ বাতাসে ছড়িয়ে দেওয়া।
নার্সিং নয়তো শুধু করোনায় আক্রান্ত নিজ মা বাবাকে রাস্তায় ভয়ে ফেলে আসা,
নার্সিং হলো নিজের জীবনের মায়া ত্যাগ করে করোনায় আক্রান্তের সেবায় এগিয়ে আসা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
২ মন্তব্য
Pingback: ศัลยกรรมตาสองชั้น
Pingback: diyala project