প্রচ্ছদ / প্রচ্ছদ / নিয়োগ বাণিজ্যের অভিযোগে ইবির ২ শিক্ষক বরখাস্ত

নিয়োগ বাণিজ্যের অভিযোগে ইবির ২ শিক্ষক বরখাস্ত

এম এইচ কবীর, নিজস্ব প্রতিবেদক :

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস হয়েছে। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে আরিফ হাসান নামে এক প্রার্থীর সঙ্গে ১৮ লাখ টাকার চুক্তি করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক এসএম আবদুর রহিম ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুহুল আমিন।

অডিওতে অর্থ লেনদেনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩ (সি) অনুসারে অপরাধ বিধায় উক্ত শিক্ষকদ্বয়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বরখাস্তের তথ্য পাওয়া যায়।

অডিওতে জানা যায়, নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা হওয়ার আগে দিতে হবে ১০ লাখ টাকা ও সিন্ডিকেটে চূড়ান্তভাবে নিয়োগ পেলে বাকি ৮ লাখ টাকা পরিশোধ করতে হবে। যথাসময়ে টাকা দিতে না পারায় আব্দুর রহিম, রুহুল আমিনকে বলেন প্রার্থী আরিফ হাসানকে বাদ দিয়ে দিতে।

১০লাখ টাকা জোগাড় করতে ব্যাংক থেকে লোন ও জমি বিক্রির জন্য একটু সময় চেয়েছিলেন প্রার্থী আরিফ হাসান। অডিও ক্লিপে আরিফ হাসান বলেন, স্যার আমি চেষ্টা করতেছি, আমি বলি নাই যে দিবোনা, একটু সময় দেন স্যার, আমি কই যাবো স্যার, আমি বাসায় প্রেসারও দিতে পারছিনা, ৩ দিনের ভেতর ১০ লাখ টাকা কই পাবো স্যার আমাকে একটু সময় দিন।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৭ সালে স্থগিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে নতুন একটি পদ বৃদ্ধি করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামীকাল শনিবার এ বিজ্ঞপ্তির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ড. রুহুল আমিন ইতোপূর্বে একই ধরণের অপরাধ সাংঘটিত করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতৃক সাজাপ্রাপ্ত হন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৭ মন্তব্য