প্রচ্ছদ / প্রচ্ছদ / নিয়োগ বাণিজ্যের কথোপকথনে ইবি ছাত্রলীগ সম্পাদকের জিডি

নিয়োগ বাণিজ্যের কথোপকথনে ইবি ছাত্রলীগ সম্পাদকের জিডি

নিজস্ব প্রতিনিধিঃ-

আসমিহা রহমান আসনি নামে অজ্ঞাতনামা ফেসবুক আইডি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের কণ্ঠ নকল করে নিয়োগ বাণিজ্যের অডিও প্রচার করায় তিনি কুষ্টিয়া মডেল থানায় জেনারেল ডায়েরি (জিডি) করেছেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) এ জিডি করা হয়েছে বলে কর্তব্যরত অফিসার এএসআই ইসমাইল হোসেন সূত্রে জানা যায়। জিডি নং ৪২৫।

জিডিতে সাধারণ সম্পাদক উল্লেখ্য করেন, আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠ নকল করে বিভিন্ন বিষয়ে কথা বলে অডিও তৈরি করে আসমিহা রহমান আসমিহাসহ বিভিন্ন নামের অজ্ঞাতনামা ফেসবুক ব্যবহারকারী অপপ্রচার চালাচ্ছে।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস হয়েছে। অডিওতে রাকিব একজন ব্যক্তির সাথে বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার নিয়োগের বিষয়ে কথা বলেন এবং উক্ত ব্যক্তি তাকে কিছু অগ্রিম টাকা দিতে চান।

কথোপকথনটি তুলে ধরা হলঃ

অপরপক্ষঃ তোমার বিশ্ববিদ্যালয়ে কী দুই চারটা ড্রাইভার নিয়োগ হবে?

রাকিবঃ ওইটাত ঈদের পরে হবে আপনার হাতে কিছু আছে?

অপরপক্ষঃ তুমি চাইলে কিছু অগ্রীম টাকা নিতে পার।

রাকিবঃ ঈদের আগে কিছু ব্যবস্থা করে দেন আমাকে আমি ঢাকায় যাচ্ছি। ঈদের পরে নেবে আপনি মিডিয়া হয়ে কথা বলেন। যদি হয় কালকের মধ্যে কনফার্ম করেন। আমি ব্যবস্থা করে দেব। আমি অন্যকারও সাথে কথা বলিনি। ফোনে কথা বলা খুব রিস্ক।

অপরপক্ষঃ তুমি প্রক্রিয়ার ব্যাপারে ধারণা দাও।

রাকিবঃ আমি একটু পর মেসেঞ্জারে কল দিচ্ছি।
এবিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক রাকিব বলেন, এ কথোপকথন আমার নয়। কেউ উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে আমার ভয়েস এডিট করেছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …