ইবি প্রতিনিধি
২২ নভেম্বর ৪২ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ২১ দফা দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী।
শুক্রবার (২০ নভেম্বর) শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ ছাত্র মৈত্রীর ব্যানারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ২১ দফা দাবি জানিয়েছেন বলে জানান।
বিগত সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত শিক্ষক নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। এসব ঘটনার যথাযথ তদন্তপূর্বক প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে শাখা ছাত্র মৈত্রী।
ছাত্র মৈত্রীর দাবিগুলোর মধ্যে রয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল ও উদার গণতান্ত্রিক সকল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিতকরণ এবং ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী ছাত্রসংগঠন সমূহের রাজনীতি নিষিদ্ধ করা।
মান্ধাতার আমলের পাঠক্রমের পরিবর্তন, ‘টাকা যার, শিক্ষা তার’ এই নীতি পরিহার, গবেষণা কার্যক্রম বৃদ্ধি ও শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করা, শিক্ষাবৃত্তির পরিমাণ বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদান, মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ, সন্ধ্যাকালীন কোর্সের নামে শিক্ষকদের বাণিজ্য বন্ধ করতে হবে এবং নিয়মিত কোর্সে পাঠদানে মনোযোগী হতে হওয়া, শিক্ষাত্তোর সার্টিফিকেট উত্তোলন পদ্ধতি সহজ ও আধুনিকায়ন করা, প্রত্যয়নপত্র উত্তোলনে বিভাগ থেকে ধার্যকৃত ফি বাতিল করে সম্পূর্ণ বিনামূল্যে তা প্রদান করা, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠন ও নির্বাচন দিতে কার্যকরী উদ্যোগ নেওয়া, সকল ধর্মাবলম্বীদের প্রার্থনা ও ধর্মীয় কার্যাবলী পালনের জন্য আলাদা আলাদা উপাসনালয় নির্মাণ করা।
শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ বলেন, আমরা বার বার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। এই যোক্তিক দাবিগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা প্রশাসন বরাবর গিয়েছি। নতুন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম স্যার আশা করবো সাধারণ ছাত্র-ছাত্রীদের স্বার্থে এই দাবি গুলো দ্রুত বাস্তবায়ন শুরু করবেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে