প্রচ্ছদ / প্রচ্ছদ / নীলাম্বরী – সাজেদুর আবেদিন শান্ত

নীলাম্বরী – সাজেদুর আবেদিন শান্ত

সিএন নিউজ২৪.কম ।

নীলাম্বরী
সাজেদুর আবেদিন শান্ত

নীল রঙের শাড়িতে তাকে প্রথম দেখেছি,
তার ছোট বোনের জন্মদিনে।
শাড়িতে তাকে নীলাম্বরীর মত লাগচ্ছে,
মেয়েদের কপালে নীল টিপ যে এতো সুন্দর লাগে
তাকে দেখার আগে তা জানা ছিলো না।
মনে হয় নীলে নীলে ছেয়ে গেছে পুরো পৃথিবী
ফুল নীল,ফল নীল,পাখি নীল,ফসলের মাঠ নীল,
চাঁদ নীল,সূর্য নীল পুরো পৃথিবী যেনো স্বপ্নীল।
চোখের গাড়ো কাজলে চোখ হয়েছে টানা হরিণী
তাকে দেখে এক মুগ্ধতার বিষন্নতায় হারিয়ে গিয়েছি আমি।
বেদনার রঙ নীল
তাই বেশী কাছে যাইনি তোমার
দূর হতে দেখেছি তোমায়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …