নড়াইল সংবাদদাতাঃ-
নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন নড়াইলের সন্তান হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। বৃহস্পতিবার সংগঠনটির সম্মেলনে তাঁকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয়।
সংগঠনের সূত্রে জানা যায়, গত ১১ মে দলের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী ইন্তেকাল করেন। তারপর থেকে চেয়ারম্যান পদ শূন্য ছিল। বৃহস্পতিবার সীমিত আকারে সংগঠনটির সম্মেলন আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে মাওলানা রশীদ আহমেদ মজুমদার-কে চেয়ারম্যান ও মুফতি আব্দুল কাইয়ুম-কে সংগঠনের মহাসচিব নির্বাচিত করা হয়।
উল্লেখ্য যে, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান এর আগে নড়াইল জেলা শাখার সভাপতি ও দক্ষিণবঙ্গের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়াও গত সংসদ নির্বাচনে মাহবুবুর রহমান দলীয় মিনার প্রতীক নিয়ে নড়াইল-২ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে অংশ নেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: girne escort
Pingback: ข่าวโลจิสติกส์
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: Buy Ketamine Anasket Powder online
Pingback: เว็บปั้มไลค์