
মাইনুদ্দিন পাঠান,নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় কৃষি দিবস ২০১৯’ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ এর আয়োজন করে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কৃষি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি কৃষি দিবস ২০১৯’ স্লোগানকে প্রতিপাদ্য করে র্যালি বের করা হয়। র্যালিটি বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শেষ হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সামনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিসমূহে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক আতিকুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান ও বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: เหยี่ยวไล่นก
Pingback: ufabet789
Pingback: สต๊อกสินค้า
Pingback: โคมไฟ
Pingback: วางระบบเน็ตเวิร์ค ระยอง