মাইনুদ্দিন পাঠান (সিএন নিউজ২৪.কম, নোবিপ্রবি প্রতিনিধি)
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ইনফরমেশন সায়েন্স এ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স এর পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে হাজী মোঃ ইদ্রিস অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন ও বিশিষ্ট সমাজ বিজ্ঞানী অধ্যাপক ড. জিনাত হুদা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিশ্লেষক ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান এবং আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান আলোচক ড. সলিমুল্লাহ খান ভাষার প্রতি গুরুত্ব দিয়ে আলোচনা করেন এবং প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এম অহিদুজ্জামান বাংলা ভাষাকে আমাদের শিক্ষার মাধ্যম করে তোলার এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা করে দেশের সেবা করার কথা বলেন ।
০১৮৫৯৭৪৩৯৭৯
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
