মাইনুদ্দীন পাঠান (সিএন নিউজ নোবিপ্রবি প্রতিনিধিঃ)
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হযরত বিবি খাদিজা হলের সিট নিয়ে ২৫ শে মার্চ (সোমবার) সন্ধ্যায় দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনায় এক শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত “খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান” বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মলুয়া আক্তার মলি জানান ‘প্রোভস্টের মাধ্যমে হলে উঠলেও আনিকা আপু জোড় পূর্বক আমাকে হল থেকে বের করে দেয়ার জন্য আজ রুম থেকে আমার সকল জিনিস পত্র ও সিট বাইরে ফেলে দেয়’।
অপর দিকে ইংরেজী বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী আনিকা মেহজাবিন নদী জানান, ‘রাজনীতি করার জন্য আমি মলিকে হলে তুললেও এখন সে রাজনীতিতে অনিহা প্রকাশ করায়, তাকে হলের সিট ছেড়ে দিতে বলায় সে আমার উপর হাত তুলে, এবং নিজে বাঁচার জন্য নিজের হাত নিজেই কেটে ফেলে।’
বিনা অনুমতিতে হলে উঠানোর ব্যাপারে জিজ্ঞসা করা হলে তিনি জানান ‘রাজনৈতিক ভাবে সবাই এই রকম হলে উঠায়’।
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে তারা জানান এরা ছাত্রলীগের কেউ না এরা ছাত্রলীগের কোন প্রোগ্রামেও থাকে না।
উক্ত হলের প্রভোস্ট ড. আতিকুর রহমাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান অতি শীঘ্রই এই ব্যাপারে তদন্ত করা হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

২ মন্তব্য
Pingback: where can i buy psychedelic mushroom gummies
Pingback: บาคาร่าเกาหลี