প্রচ্ছদ / প্রচ্ছদ / নোবিপ্রবিতে শুরু হতে যাচ্ছে ফিসারিজ শীর্ষক ২য় আন্তর্জাতিক সিম্পোজিয়াম

নোবিপ্রবিতে শুরু হতে যাচ্ছে ফিসারিজ শীর্ষক ২য় আন্তর্জাতিক সিম্পোজিয়াম

সিএন নিউজ নোবিপ্রবি নিজস্ব প্রতিনিধি :

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘ Sustainable Aquaculture and Fisheries শীর্ষক দ্বিতীয় আন্তজার্তিক সিম্পোজিয়াম ২০১৯ অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ শে এপ্রিল।

গবেষনাকে আরও দৃঢ় করতে বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ এ সিম্পোজিয়ামের আয়োজন করতে যাচ্ছে। এতে অংশগ্রহণ করতে পারবে শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীসহ আরো অন্যান্য লোকজন।

দুই দিনব্যাপী অনুষ্ঠান সূচিতে থাকছে-
দেশে বিদেশের বিভিন্ন গবেষক ও শিক্ষক কি-নোট (বিশেষ গবেষেণা প্রবন্ধ) প্রেজেন্টশন (উপস্থাপন)। ইতিমধ্যে জাপানের ড. টামিজি ইয়ামামোটো আসার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এ্যাপ্লাইড বায়োলজিক্যাল সায়েন্সের গ্রাজুয়েট স্কুল অব বায়োস্ফিয়ার সায়েন্সে প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। এবং গবেষণার ক্ষেত্র একুয়াটিক এনভায়রনমেন্টাল বায়োলজি। তার ৩০টির বেশী বই, ২০০ শতাধিকের উপর আন্তজার্তিক গবেষণা প্রবন্ধ ও ২০টির উপর রিভিউ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। উল্লেখিত গবেষণা ক্ষেত্রে তিনি জাপানের অন্যতম সেরা গবেষক হিসেবে সমাদৃত।

এছাড়া নির্দিষ্ট এবস্ট্রাকট এর উপর পোস্টার ও ওরাল প্রেজেন্টেশন রয়েছে। শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীসহ যেকেউই তার নিজস্ব গবেষণার এবস্ট্রাকট জমা দিতে পারবে।
যে সকল এবস্ট্রাকট এর উপর প্রেজেন্টেশন জমা দিতে পারবেঃ-
1.Aquatic Resource Management, Aquaculture,
2.Nutrition and Fish Health Management
3. Blue Economy
4. Fish Genetics and Conservation
5. Value Added Fishery Products and By-products
6. Developmental Biology, Physiology and Life Cycle
7. Impacts of climate change and Aquaculture
8. Risk Assessment and Food Safety

উক্ত সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে দুপুরের খাবার সহ বেশ কিছু গিফটের ব্যাবস্থা। এবং অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে।

কমিটির আহবায়ক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্বিতীয়বারের মত আমরা এই সিম্পোজিয়ামটি করতে যাচ্ছি এখানে দেশ বিদেশের বিভিন্ন গবেষক, শিক্ষক অংশগ্রহণ করবে এবং এর মাধ্যমে সকলের গবেষণা ও জ্ঞানের সমন্বয় বৃদ্ধি পাবে বলে আশা করছেন তিনি।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার বলেন, দ্বিতীয়বারের মত সিম্পোজিয়ামটির আয়োজন করা হচ্ছে যেখানে দেশ-বিদেশের বিভিন্ন গবেষক ও শিক্ষকরা অংশগ্রহণ করবেন এবং এর মাধ্যমে ফিসারিজ এন্ড একোয়াকালচার সংশ্লিষ্ট গবেষণা আরো এগিয়ে যাবে এমনটি তিনি আশা করেছেন।

এছাড়া কমিটির সদস্য সচিবদের মধ্যে মাহবুব ফরহাদ বলেন, আমরা নোবিপ্রবির ফিমস্ পরিবার দ্বিতীয়বারের মত “সাসটেইন্যাবল এ্যাকুয়াকালচার এবং ফিশারিজ” বিষয়ে আন্তজার্তিক সিম্পোজিয়াম আয়োজন করতে যাচ্ছি। এইবার দেশ বিদেশের ফিশারিজ এবং এ্যাকুয়াকালচার সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকজন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গবেষক এই সিম্পোজিয়ামে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করবেন বলে নিশ্চিত করেছেন। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ উপস্থিত সকলে যেমন তাদের জ্ঞানের সমন্বয় ঘটাতে পারবেন তেমনি এই ক্ষেত্রে তাদের জ্ঞান আরো সমৃদ্ধ করতে পারবেন বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ফিমসের বিভাগীয় অফিস থেকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করা যাবে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য