প্রচ্ছদ / প্রচ্ছদ / নোবিপ্রবিসাসের উদ্যোগে গল্পে আড্ডায় সাংবাদিকতা

নোবিপ্রবিসাসের উদ্যোগে গল্পে আড্ডায় সাংবাদিকতা

সিএন নিউজ২৪.কম।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ( নোবিপ্রবিসাস ) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সবুজের সঞ্চালনায় সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মালেক উকিল হলের প্রাধ্যক্ষ ড. ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ বায়জিদ ইমন।

আলোচনায় ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের সাধারণ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন, সবসময় সত্যের পক্ষে থেকে কাজ করে যেতে হবে। সত্য পথে থাকলে বাধা বিপত্তি আসবে। কিন্তু নিজের মধ্যে যদি সততা থাকে তাহলে তাকে কেউ আটকিয়ে রাখতে পারবেনা।

ক্যাম্পাস সাংবাদিকতার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ বায়জিদ ইমন বলেন, কখনো পিছ পা হওয়া যাবে না। সৎ সাহস নিয়ে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের কাছ থেকে হুমকি, অনৈতিক প্রস্তাব, ক্যারিয়ারের উপর হুমকি এসব আসতে পারে। কিন্তু ক্যাম্পাস সাংবাদিকদের এসবে গা ভাসিয়ে দিলে চলবে না।

এছাড়াও কর্মশালায় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মাইনুদ্দিন পাঠান
নোবিপ্রবি প্রতিনিধি
০১৮৫৯৭৪৩৯৭৯

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৫ মন্তব্য