মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২০ এ নীলদল নিরঙ্কুশ ভাবে বিজয় লাভ করেছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচন হয়। নির্বাচন শেষে বিকেল ৫ টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাজনুর রহমান
এছাড়া প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন-
সহ-সভাপতি ড. মো. আনিসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ ড. মো. শহীদ সারোয়ার, প্রচার সম্পাদক ড. আরাধন সরকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- ড. ফিরোজ আহমেদ, তনিমা সরকার, এ কিউ এম সালাউদ্দীন পাঠান, সাহানা রহমান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: aviatoroyini.com/
Pingback: พิมพ์สติ๊กเกอร์
Pingback: คลินิก ลำปาง
Pingback: หนองใน
Pingback: sa789
Pingback: look at this site
Pingback: 一次性電子煙