নিজস্ব প্রতিবেদকঃ
পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বাড়াতে নোয়াখালী তে শুরু হতে যাচ্ছে পরিবেশবাদী যুব সংগঠন ” গ্রীন ভয়েস”। এটি সম্পুর্ণ সামাজিক পরিবেশবাদী যুব ও অরাজনৈতিক কোন সংগঠন। যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী, লেখক-সাহিত্যিক, শিল্পী, দেশের বিখ্যাত গুনিজনরা কাজ করেন।
২৫ অক্টোবর বিকাল ৩ টায় গ্রীন ভয়েসের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে সদস্যরা বলেন, লক্ষ লক্ষ মানুষের রক্ত আর সংগ্রামের বিনিমনে আমরা অর্জন করেছি এ স্বাধীন স্বদেশ। এ মাতৃভূমিকে যদি ভালোবেসেই থাকেন তাহলে দেশের কল্যানের জন্যে ও দেশের পরিবেশের জন্যে অন্তত কিছু করবেন নীতি নৈতিকতা ও বিবেকবোধ থেকে। নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে যেন আমাদের আগামী প্রজন্মের জন্যে নিরাপদ পৃথিবী গড়তে পারি। সাময়িক লাভ কখনো প্রশান্তি আনতে পারেনা, আমাদের চিন্তাভাবনা হতে হবে সুদূরপ্রসারী ও ব্যক্তিত্বসম্পুর্ণ। গ্রীন ভয়েস দিবে আপনাকে একটি শিক্ষিত সমাজের প্লাটফর্ম। যেখানে থেকে আপনি পাবেন সাংগঠনিক নেতৃত্বের গুনাবলি, নিজেকে উপস্থাপন করার সুযোগ, নিজের জড়তা দূর করার সুযোগ, সারা দেশে পরিচিতি পাবেন সমাজ কর্মি ও পরিবেশ কর্মি হিসাবে।
গ্রীন ভয়েসর আহবায়ক আফজাল শাকিল বলেন, গ্রীন ভয়েস পরিবেশ সচেতন ছাত্র-যুবকদের একটি স্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের প্রথম পরিবেশবাদী এই সংগঠনটি পরিবেশ রক্ষা ও জনসচেতনা বাড়াতে, কার্যকর পদক্ষেপ নিতে সারা দেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছে। পরিবেশ দূষণ, ভূমিদস্যু,জলদস্যু, বৃক্ষনিধনকারী,মাঠ বিপর্যস্তকারী, নদী-নালা-খাল-বিল দখলকারী,খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে আমাদের এ মানবতার আন্দোলন। তরুণদেরকে পরিবেশ রক্ষায় উৎসাহী, পরিবেশ সচেতন তরুণ সমাজ গড়তে, টেকসই উন্নয়ন, পরিবেশ-বান্ধব দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জিদান আযীন বলেন, পরিবেশের কোলে বসবাসকারী হিসেবে আমাদেরও পরিবেশকে কিছু না কিছু দেওয়ার আছে। যারা নিজ ইচ্ছায় পরিবেশ নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য আদর্শ সংগঠন এটি। বর্তমানে পরিবেশের বিপর্যয় এবং সংরক্ষণকে সামনে রেখে এই সংগঠনের হাত ধরে আমরা সামনে অগ্রসর হতে চাই। এই সংগঠনের বার্তা আমাদের কাছে নতুন হলেও অনান্য জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয়ে অনেক প্রসিদ্ধ ও খ্যাত। অনেক সফলতার গল্প আছে এই সংগঠনকে ঘিরে।
২০০৫ সালে চির সবুজ মানবতার বন্ধু জনাব আলমগির কবির এবং তাঁর কয়েকজন বন্ধুর উদ্যোগে প্রতিষ্ঠা হয় গ্রীন ভয়েস।
” যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” স্লোগানে পরিবেশ রক্ষা ও জনসচেতনা বাড়াতে, কার্যকর পদক্ষেপ নিতে সারা দেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছে। দেশের খেলার মাঠ,পার্ক,নদী-নালা, প্রাকৃতিক সম্পদ,উন্মুক্ত স্থান রক্ষা করার জন্য আন্দোলন, তরুণদেরকে পরিবেশ রক্ষায় উৎসাহী, পরিবেশ সচেতন তরুণ সমাজ গড়তে, টেকসই উন্নয়ন, পরিবেশ-বান্ধব দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।
এছাড়া উক্ত সংগঠনের প্রতিটি সদস্যকে গ্রীন ভয়েস সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকতে হবে। স্বাধীন স্বদেশ ভূমিকে পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তোলা এবং সকল অপশক্তির হাত থেকে বাংলাদেশকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে পরিবেশ রক্ষা ও গনসচেতনা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের খেলার মাঠ,পার্ক,নদী-নালা, প্রাকৃতিক সম্পদ,উন্মুক্ত স্থান রক্ষা করার জন্য আন্দোলন,মানববন্ধন,সভা, সেমিনার করা, তরুণদেরকে পরিবেশ রক্ষায় উৎসাহী করা,পরিবেশ দূষণ ও শব্দ দূষণ রোধে আমাদের করনীয় এবং নিরাপদ সড়কসহ যে কোন সামাজিক আন্দোলনে এগিয়ে আসা।
উল্লেখ্য, সংগঠনটির সদস্য হওয়ার জন্য যারা গ্রীন ভয়েসের সাথে যুক্ত আছে তাদের থেকে ফর্ম সংগ্রহ করে দুই কপি পাসপোর্ট সাইজের ফরমাল ছবিসহ ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
গ্রীন ভয়েসের অফিসঃ ৯/১২, ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা-১২০৭
মাইনুদ্দিন পাঠান
নোবিপ্রবি প্রতিনিধি
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
