সিএন নিউজ২৪.কম, নড়াইল জেলা প্রতিনিধি ।
নড়াইলের আলোচিত সামাজিক সংগঠন “ঊষার আলো সমাজকল্যাণ যুবসংঘ” নড়াইলের সকল উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে।সদর,লোহাগড়া ও কালিয়া নড়াইলের এই তিন উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৫ ই জুনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়াও ঈদের পর জেলা সম্মেলন করে জেলা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
মোঃ খান মাসুম বিল্লাহ-কে আহ্বায়ক করে ১১ সদস্যের সদর উপজেলা আহ্বায়ক কমিটি,মোঃ রুবেল শিকদার-কে আহ্বায়ক করে ১৩ সদস্যের লোহাগড়া উপজেলা আহ্বায়ক কমিটি এবং রিমন মোল্লাকে আহ্বায়ক করে ১১ সদস্যের কালিয়া উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে সংগঠনটির জেলা সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন,”আমরা সমগ্র নড়াইলে আমাদের সংগঠনকে সম্প্রসারণ করবো।এছাড়াও আমরা ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করব।”
এ বিষয়ে সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম বলেন,”ঈদের পূর্বেই সকল উপজেলা কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঈদের পরে আমরা জেলা কমিটি সম্পন্ন করব।এছাড়াও ঈদের পর অনুষ্ঠান করে ২০১৮-১৯ সেশনে নড়াইল জেলা হতে মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হবে।ঊষার আলো সমগ্র নড়াইলে জাগরণ সৃষ্টি করবে ইনশাল্লাহ।”
উল্লেখ্য যে,নড়াইল জেলায় বিভিন্ন সময়ে নানা ধরনের সামাজিক কর্মকান্ড করে বেশ প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
