প্রচ্ছদ / সারাদেশ / নড়াইলে ইমাম সমিতির ত্রাণ বিতরণ

নড়াইলে ইমাম সমিতির ত্রাণ বিতরণ

 

নড়াইল প্রতিনিধি:-

জাতীয় ইমাম সমিতি, নড়াইল জেলা শাখার উদ্যোগে লকডাউনে অসহায় হয়ে পড়া অর্ধশতাধিক ইমামদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা দশটায় নড়াইল শহরের এক মিলনায়তনে উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসব ত্রাণসামগ্রীর ভেতর রয়েছে চাল, ডাল, তেল, আলু, খেজুর, ছোলা ও পেয়াজ।

সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রশিদ আহমেদ।

উক্ত কর্মসূচি সম্পর্কে হাফেজ মাওলানা মাহবুবুর রহমান বলেন, দেশে চলমান লকডাউনে ইমাম সাহেবগণ খুব সঙ্কটাপন্ন অবস্থায় পড়েছেন। আমরা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, লোহাগড়া উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা রুহুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এনায়েতুর রহমান, মাওলানা আরজান আলী প্রমুখ।

এছাড়াও চেক করুন

শতকরা ৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে …