নড়াইল সংবাদদাতাঃ–
ইসলামি ঐক্যজোট নড়াইল জেলা শাখার উদ্যোগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে ফাঁসির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ অক্টোবর) জুমাবাদ নড়াইল শহরের পুরাতন ফেরিঘাটে কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর হতে সংগঠনটির নেতা হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে হাফেজ মাওলানা মাহবুবুর রহমান বলেন, সারাদেশে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে ফাঁসির আইন করতে হবে। আমার নড়াইলে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে আমরা আমাদের সংগঠনের নেতাকর্মীরা ধর্ষকের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো।
বক্তারা আরও বলেন, নারীর মর্যাদা রক্ষায় সারাদেশ হতে নারীর নগ্ন মূর্তি, অশ্লীল সিনেমা, পর্নোগ্রাফির প্রচার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ম.ম. শফিউল্লাহ, হাফেজ রিফাত শরীফ, ইমামুল শেখ, নুরুল জান্নাত বুলবুল, হাসিবুর রহমান বাপ্পি, সাব্বির হোসেন, সাব্বির আহমেদ, শিপন মিয়া, নাহিদ হাসান মুন্না, রাশেদ খান, মুনাওয়ার হোসাইন আসিফ প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
One comment
Pingback: Cbd weed uk