নিজস্ব প্রতিবেদক।
নড়াইলের রূপগঞ্জ বাজার সংলগ্ন খাদ্যগুদামে কর্মরত শ্রমিকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন।
আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকদের মাঝে এসব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন খাদ্য গুদামের কর্মকর্তা তরুণ বালা ও সংগঠনটির সদস্য মোঃ মিনহাজুল ইসলাম।
উক্ত কর্মসূচি সম্পর্কে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, “দেশে করোনা ভাইরাস শনাক্ত হবার পর থেকেই আমরা আমাদের স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন জায়গা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। এছাড়াও কর্মহীন হয়ে পড়া লোকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমাদের এসব কর্মসূচি আরও বেগবান করা হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য কে.এম রাহাদ নেওয়াজ, এস.এম শাহ পরান, মো:সোহাগ ফারাজী, আহম্মদ শাকিল, মিনহাজ্জুমান পরাগ, নাজমুস সাকিব, সাংবাদিক আল-আমিন প্রমুখ।
উল্লেখ্য যে, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের করোনা ভাইরাস সংক্রান্ত সকল কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে নড়াইলের রূপগঞ্জ বাজারের মুস্তারী কমপ্লেক্স কর্তৃপক্ষ, মুস্তারী ক্যাশ এন্ড ক্যারি, ভিয়েনা এবং সবুজ বাংলা, ভিয়েনা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: ยอยคัปปลิ้ง
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: UFA747 เว็บบอลทำเงินเจ้าใหญ่ น่าเชื่อถือ
Pingback: โคมไฟ