নড়াইল সংবাদদাতা ।
নড়াইলে অসচ্ছল দলীয় কর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখা। শুক্রবার নড়াইল পৌরসভার ১ ও ৩ নং ওয়ার্ডে অসচ্ছল দলীয় কর্মীদের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়।
সংগঠনটির সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে নড়াইল জেলা ছাত্রদল এসব ঈদ উপহার প্রদান করেছে। নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির নেতৃত্বে ঈদ উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবাইয়াৎ তুরশেদ সাথিল, ছাত্রদল নেতা সোহেল, নাহিদ হাসান পিয়ার প্রমুখ।

এ কর্মসূচির বিষয়ে খন্দকার মাহমুদুল হাসান সনি জানান, লকডাউনের জন্য এবারের ঈদ অন্য বছরগুলোর ঈদ হতে একটু ভিন্ন। তাই আমরা আমাদের সংগঠনের কিছু অসচ্ছল কর্মীদের ঈদ উপহার প্রদান করেছি। এটা ছাত্রদলের চলমান মানবিক কর্মসূচির একটি অংশ।
উল্লেখ্য যে, নড়াইলে লকডাউন শুরু হবার পর থেকে নড়াইল জেলা ছাত্রদল নানা কার্যক্রমে সক্রিয় রয়েছে। সহস্রাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, জীবাণুনাশক স্প্রে ছিটানোসহ নানারকম জন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: Ricco888
Pingback: vegasnow casino
Pingback: โปรโมชั่น ALPHABET-ISC
Pingback: casinozeusonline promociones activas
Pingback: clothing manufacturer
Pingback: พิสตาชิโอ เพสท์