নিজস্ব প্রতিনিধি :
গতকাল ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, সকাল ৯টায় ঘটিকার সময় দিনব্যাপী নড়াইল মনিকালতা একাডেমির আয়োজনে ও নড়াইল ওয়ালটন প্লাজার ও মনিকা বাংলা ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনাসভা।
উক্ত অনুষ্ঠানে একাডেমির পরিচালক মোঃ সবুজ সুলতান এর সভাপতি বক্তব্য রাখেন একাডেমির আবৃত্তি উপদেষ্টা শেখ নঈমা জব্বারী বনানী, সুমাইয়া আফরোজ পিপা, মনিকালতা শিল্প ও সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি মোঃ মিজানুর রহমান, বল্লারটপ আইডিয়াল কলেজের প্রভাষক মোঃ মঞ্জুরুল কবীর নিউটন, নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মোসাঃ নুর জাহান, মোঃ শামীম আহমেদ, মনিকা লতা একাডেমির সহঃ প্রশিক্ষক সুরাইয়া শারমিন বন্যা, সুপারভাইজার খাইরুন নাহার কেয়া ও মারিয়া আফরিন বিথিকা প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৩ মন্তব্য
Pingback: my link
Pingback: ไข่สั่น
Pingback: เว็บดูหนังออนไลน์ฟรี 24 ชั่วโมง