নড়াইল সংবাদদাতা ।
নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন গাজীর নেতৃত্বে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। আজ রবিবার সকাল হতে ছাত্রদলের একটি টিম নড়াইল পৌরসভার ২ নং ওয়ার্ডের ভাটিয়ার শাহিনুর মিনার জমির ধান কেটে দেন।
এ বিষয়ে নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন গাজী জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নড়াইল জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ ভাইয়ের নির্দেশে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ভাই ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ভাইয়ের নির্দেশনায় এবং নড়াইল জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ভাই ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি ভাইয়ের পরামর্শে প্রচন্ড খরতাপ উপেক্ষা করে আজ নড়াইল জেলা ছাত্রদলের উদ্যোগে আমরা ঊান কেটে কৃষকের বাড়ী পৌঁছে দিয়েছি।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন গাজীর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা হাবিব, নিয়ন সিকদার ও সোহাগ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: Labubu art toy
Pingback: ตรวจเลือดหามะเร็ง
Pingback: big casino snai app
Pingback: GoX scooter
Pingback: ศูนย์รวม น็อต สกรู สลักภัณฑ์