প্রচ্ছদ / খুলনা / নড়াইলে মাশরাফির আরোগ্য কামনায় দোয়া মাহফিল

নড়াইলে মাশরাফির আরোগ্য কামনায় দোয়া মাহফিল

নড়াইল সংবাদদাতা:

নড়াইল পৌরসভার ডুমুরতলায় নড়াইল- ০২ আসনের সাংসদ এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা এবং তার পরিবারের করোনা আক্রান্ত সদস্যদের সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার ডুমুরতলা সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে ডুমুরতলা জামে মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লীদের নিয়ে বিশেষ দেয়া করা হয়। এছাড়াও দেশকে মহামারী করোনা হতে রক্ষার্থে বিশেষভাবে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আলম বাচ্চু, ডুমুরতলা জামে মসজিদের ইমাম ইয়াকুব আলী, ডুমুরতলা সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ইমদাদুল ইসলাম (সোহেল), সাধারণ সম্পাদক নাহিদ হাসান পিয়ার, সহ-সভাপতি গোলাপ শেখ, সংগঠনটির সদস্য ফরিদ মোল্ল্যা, ক্রিয়া সম্পাদক মোঃ জুবায়ের মোল্ল্যা, প্রচার সম্পাদক পলাশ হাসান (আকাশ) সহ যুব সংঘের অন্যান সদস্য এবং মহল্লাবাসী।

উল্লেখ্য যে, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা গত ২০ শে জুন করোনা পজিটিভ হন। এরপর গেল ৪ জুলাই দ্বিতীয় দফার টেস্টে আবারও করোনা পজিটিভ হন তিনি।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …