নিজস্ব প্রতিনিধি :
নড়াইলে লেখালেখিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি,সোমবার) বিকেলে নড়াইল সদরের মুলিয়া ইউনিয়নের ইচড়বাহা গ্রামের পশ্চিমপাড়ায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রুরাল রিকনস্ট্রাশন ফাউন্ডেশনের (আরআরএফ) আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন ক্লাসের কিশোরীরা অংশগ্রহণ করে।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন দৈনিক স্পন্দন পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও একুশে টেলিভিশনের নড়াইল প্রতিনিধি ফরহাদ খান এবং নড়াইল মনিকা লতা একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক শিল্পী সবুজ সুলতান। সমন্বয়কারী হিসাবে উপস্থিত ছিলেন আরআরএফ’র প্রকল্প কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বীনা। কর্মশালায় সৃজনশীল লেখালেখি, চিত্রাঙ্কন, আনন্দ-আড্ডা, কবিতাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানমূলক আলোচনা করা হয়। এর আগে গত ১৫ জানুয়ারি বিকেলে নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের তুলারাম গ্রামের রাজধানীপাড়ায় একই বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
You should try to prevent the scenario in which https://www.affordable-papers.net/ you have created an inconsistency from the formatting of the essay, because this may take away from the effectiveness of your composition.
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: Official website of Pin-Up Casino in India
Pingback: รับทำวีซ่า
Pingback: situs toto
Pingback: slot ทดลอง ฟรีทุกค่าย ได้ผ่านเว็บตรงแท้บน LSM99
Pingback: ตรายางออนไลน์
Pingback: สมัครสมาชิกกิฟฟารีนฟรี
Pingback: ศูนย์ดูแลผู้สูงอายุ
Pingback: over at this website