মোঃ মিনহাজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি।
আজ নড়াইলে “সপ্নের খোঁজে পরিবার” সংগঠনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।রূপগঞ্জের মুস্তারী কমপ্লেক্সে অনুষ্ঠিত এই আয়োজনে শিশুদের হাতে বস্ত্র তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ,মুস্তারী কমপ্লেক্সের মালিক সোহেল মুস্তারী ও সংগঠনের অন্যান্য সদস্যরা।এসময় সুবিধাবঞ্চিত শিশুরা ঈদসামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে।
এমন কর্মসূচি সম্পর্কে সংগঠনটির প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, “আমরা সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দিতে সত্যিই অনেক আনন্দিত।আগামীতেও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
নড়াইলের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোহেল মুস্তারী বলেন, “সমাজের সকল বিত্তবানদের উচিত সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো।সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত ঠিক তখন কিছু তরুণদের এমন উদ্যোগ দেখে আমি সত্যিই আবেগাপ্লুত।”
উল্লেখ্য যে, স্বপ্নের খোঁজে সংগঠনটি নড়াইলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিভিন্ন কাজ করে বেশ সুনাম কুড়িয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: pg168
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: พรมปูพื้นรถยนต์
Pingback: Go X scooter
Pingback: Hit789 เว็บ แทงหวย 365 ไม่มีวันหยุด
Pingback: kskforum.kz/
Pingback: Thai Massage Manhattan