মোঃ মিনহাজুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক।
নড়াইলে সামাজিক সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫.০০ টায় শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন আশরাফুল উলুম মাদরাসায় কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক নির্দেশনা দেয়া হয়।
কিরাত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান জহির ইকবাল, যুব মহিলা লীগের আহ্বায়ক নাসিমা রহমান পলি, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ সামিউল আলম জিহাদ ও অত্র মাদরাসার শিক্ষকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মির্জা গালিব সতেজ ঘোষণা করেন, অতি সত্তর অত্র মাদরাসার ছাত্রদের মাঝে মেডিকেল চেকআপ ও ওষুধ বিতরণ করা হবে।
সভাপতির বক্তব্যে মির্জা গালিব সতেজ আরও বলেন, আমরা করোনাকালীন সঙ্কটে নানারকম সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন।
এ সময় মোঃ মিনহাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য এস.এম শাহ পরান, মোঃ শাফায়াত হুসাইন, সোহাগ ফরাজি, শেখ সাদী, শাহরিয়ার রোহান রাজ প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: ศัลยกรรมตาสองชั้น
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: rent Go X scooter
Pingback: 1st bet
Pingback: metodi di pagamento accettati su winnita
Pingback: Thai Massage Manhattan
Pingback: เน็ตบ้านทรู