প্রচ্ছদ / ঢাকা / নড়াইলে স্বপ্নের খোঁজে সংগঠনের মাস্ক ও লিফলেট বিতরণ

নড়াইলে স্বপ্নের খোঁজে সংগঠনের মাস্ক ও লিফলেট বিতরণ

মোঃ মিনহাজুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি।

আজ বুধবার নড়াইলে স্বপ্নের খোঁজে সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও নড়াইল পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন বাজারে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

সংগঠনের উদ্যোগে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া, শাহাবাদ, দলজিৎপুর, গোচরসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। এ সময় পথচারী ও ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। তখন সংগঠনের সদস্যরা বাজারে উপস্থিত জনগণের মাঝে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন।

কর্মসূচিতে স্বপ্নের খোঁজে সংগঠনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আহমেদ শাকিল, মিনহাজুজ্জামান পরাগ, মোঃ সোহাগ ফরাজী, জামির বিন তারিক, মিনহাজুল ইসলাম, শাফায়াত উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য যে, স্বপ্নের খোঁজে সংগঠনটি নড়াইল জেলায় বিভিন্ন সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে। এছাড়াও বিভিন্ন জন সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করে যথেষ্ট সুনাম অর্জন করেছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য