পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা পুলিশের অধঃস্তন কর্মকর্তা ও কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে এই পরীক্ষা হয়।
এতে পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
একই সাথে পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস. এম শফিকুল ইসলাম এবং ঠাকুরগাঁও’র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মাদ আব্দুল্লাহ।
জানা গেছে, কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই এবং এএসআই(সশস্ত্র) হতে এসআই(সশস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাঠ পর্যায়ের প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: online game in UK
Pingback: meet sluts
Pingback: Demir platform explained in plain English
Pingback: app de juegos para ganar dinero en venezuela
Pingback: เว็บสล็อต
Pingback: https://sultankazino.satory-web.kz
Pingback: ข่าวสารฟุตบอล
Pingback: รับทำตรายาง