রবিউল হোসাইন রাজু:-
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে শুক্রবার দুপুরে কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। তাহার পরিপেক্ষিতে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন হতে নাঙ্গলকোট উপজেলা এসিল্যান্ড, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ও সেনাবাহিনীর অফিসার সহ নাঙ্গলকোট উপজেলাকে লকডাউন করার ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানান উপজেলা প্রশাসন। নাঙ্গলকোট উপজেলার সাথে বিভিন্ন জেলা ও থানার সীমান্ত এলাকা যেমন বক্সগঞ্জ টু সেনবাগ গাজীরহাট এলাকা, নাঙ্গলকোট তেতৈয়া টু সেনবাগ এনায়েতপুর এলাকা, নাঙ্গলকোট বানাবাড়ীয়া টু সেনবাগ কানুচোর এলাকা, নাঙ্গলকোট অষ্টগ্রাম চাঁনপুর টু দাগনভূঁইয়া রগুনাথপুর এলাকা, নাঙ্গলকোট দুবাই বাজার টু সেনবাগ কানকীরহাট এলাকা, নাঙ্গলকোট সোনাচাকা টু পরিকোট এসব গুরুত্বপূর্ণ্ রাস্তা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ্ রাস্তা গুলো বন্ধ করা হইয়াছে। যাহাতে বহি জেলা বা অন্য কোন থানা এলাকা হতে নাঙ্গলকোট উপজেলায় কোন প্রকার যানবাহন প্রবেশ করতে না পারে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ বলেন সকল নাগরিকগণের প্রতি অনুরোধ সরকারী আইন মেনে নিজ বাড়ীতে অবস্থান করুন। নিজে বাঁচুন দেশকে বাঁচান। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে