করোনার বিস্তার রোধে গত ২৪ মার্চ আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে আগামী ১৫ আগস্টের পর থেকে পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু হবে। রোববার দুপুরে রেলের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
রেল সূত্র জানিয়েছে, ১৬ আগস্ট থেকে পর্যায়ক্রমে সব ট্রেন চালু করা হলেও আর দাঁড়িয়ে যাত্রী নেবে না রেল। আসন সংখ্যা অনুযায়ী যাত্রী পরিবহন করা হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসনের অর্ধেক যাত্রী নেওয়া হবে। আগামী দুই একদিনের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য, ৬৮ দিন বন্ধ থাকার পর গত ৩১ মে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। দুই দফায় ১৯টি আন্তঃনগর ট্রেন চালু করা হয়। স্বাস্থ্যবিধি মানতে এসব ট্রেনে আসন সংখ্যার অধের্ক যাত্রী পরিবহন করা হচ্ছে। যাত্রীর অভাবে দুটি ট্রেন গত জুনে বন্ধ করা হয়। কৃষিপণ্য ও পশুবাহী বিশেষ লাগেজ ট্রেন চালানো হলেও, মেইল ও লোকাল ট্রেন এখনো বন্ধ রয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: how to change language on mostbet
Pingback: แทงบอลขั้นต่ำ 20 บาท
Pingback: купальники
Pingback: ไซด์ไลน์
Pingback: our website