প্রচ্ছদ / প্রচ্ছদ / পলাশবাড়ীতে ডিশ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে এক যুবকের মৃত্যু

পলাশবাড়ীতে ডিশ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে এক যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ডিশ সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে শুক্রবার সন্ধায় ২ সন্তানের জনক শাহারুলের (৩০) মৃত্যু ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মহদীপুর ইউনিয়নের কেত্তারপাড়া গ্রামের মৃত মোস্তাফিজার রহমানের দরিদ্র পরিবারের ছেলে শাহারুল পেশাগত ভাবে দীর্ঘদিন ধরে ডিশ সংযোগের কাজ করে আসছিল।

শুক্রবার সন্ধায় উপজেলার ঢোলভাঙ্গা বাজার বড়ব্রিজ এলাকায় ডিশের কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুৎ বিভাগের হাই ভোল্টেজের তারে জড়িয়ে যায়। এসময় বিদ্যুৎ স্পর্শে শাহারুল অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা চিকিৎসার জন্য পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। সহজ-সরল ভদ্র স্বভাবের শাহারুলের আকস্মিক অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …