সিএননিউজ ডেস্ক :
তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড। বৃহস্পতিবার সিরিজ জয়ের লক্ষ্যে পাকিস্তানের মুখোমুখি হবে ইংলিশরা। এই ম্যচে মাঠে নামার আগে সফরকারীদের হুমকি দিয়ে বসলেন ক্যারিবীয় বংশোদ্ভূত স্বাগতিক পেসার জফরা আর্চার। তার বিশ্বাস সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করবে ইংল্যান্ড।
বুধবার ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আর্চার বলেছেন, ‘আমরা সিরিজের প্রথম টেস্ট জিতেছি। তাই সিরিজ ৩-০ ব্যবধানে না জেতার কোনো কারণ দেখছি না। ছন্দটা আমাদের ধর রাখতে হবে।’ অবশ্য দল ছন্দ ধরে রাখতে পারবে কিনা সেটার উত্তর ভবিষ্যতের জন্য তোলা থাকল। কার্যত নিজের গতির ছন্দহীনতা নিয়ে কথা বলেছেন আর্চার।
সম্প্রতি তার বোলিংয়ে গতির নিয়ে চর্চা হচ্ছে। সব স্পেলে ৯০ মাইল বেগে বল করতে পারছেন না আর্চার। এমন সমালোচনায় চটেছেন ইংলিশ পেসার, ‘আবি রোবট নই যে, নিয়মিত ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করব। আমি জানি আমার বলের গতি নিয়ে অনেক সমালোচনা হয়।’
আর্চার যোগ করেন, ‘অ্যাসেজ সিরিজে লর্ডস টেস্টে আমি যেমন বল করেছি, সবাই চায় যেন ধারাবাহিকভাবে তেমন বোলিং করি। কিন্তু এটা অবাস্তব। নিজের কথা বলতে পারি, সবকিছু ঠিকঠাক না থাকলেও ঘণ্টায় ৯০ মাইল বেগে দুই-একটা স্পেল করতে পারি। কিন্তু এই গতিতে সব স্পেল করা অসম্ভব।’
সবশেষ ম্যাচেও অবশ্য আর্চারের বোলিং গতি একটু কম ছিল। তবু চার উইকেট নিয়েছেন তিনি। আর্চার আফসোস করে বলেছেন, ‘আমি জানি আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সমালোচনা করার সময় তারা এটা মাথা রাখে না যে, মাঠে একজন পেসারকে কতটা পরিশ্রম করতে হয়।’
আজ বিকেলে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। ব্যক্তিগত কারণে এই টেস্ট তো বটেই, পরের ম্যাচেও খেলবেন না বেন স্টোকস। গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডারকে হারানো ইংলিশদের জন্য বড় একটা ধাক্কা বটে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: เน็ต บ้าน ais
Pingback: รับทำตรายาง
Pingback: elephant sanctuary chiang mai
Pingback: บาคาร่า sexy168
Pingback: endoliftX ที่ไหนดี