প্রেস বিজ্ঞপ্তিঃ-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জনপ্রিয় মানবিক সংগঠন, পাটোয়ার প্রবাসী সমাজকল্যাণ সংস্থার নতুন করে ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি ইউসুফ ভুঁইয়া. সাধারণ সম্পাদক তানবির সিদ্দিকী সৈকত, সাংগঠনিক সম্পাদক কাজী ফরহাদ ও কোষাধ্যক্ষ ফয়সাল নুর সফলতার সাথে দুই বছর মেয়াদ কাল পরিপূর্ণ হওয়ায় সংগঠনের সংবিধান অনুযায়ী আগামী ৩ মাসের জন্য আহবায়ক কমিটি ঘোষণা করেন।
এতে দুবাই প্রবাসী জাকির হোসেন আহবায়ক নির্বাচিত হয়েছেন।
২০ অগাস্ট ২০২০ সংগঠনের অনলাইন সভায় আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক দুবাই প্রবাসী হারুন রশীদ, দুবাই প্রবাসী কাওসার আলম বাবুল, বাহরাইন প্রবাসী মনির হোসেন রাজু, বাহরাইন প্রবাসী কাজী কালাম, মালাশিয়া প্রবাসী কাজী সোহেল এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন সৌদি আরব প্রবাসী কাজী বাসেত।
গঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের সার্বিক উন্নতি ও অগ্রগতির দিক চিন্তা করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচিত, মেধাবী ও পরিশ্রমী প্রবাসী সৈনিকদের নিয়ে সবার প্রিয় মানবিক সংগঠন পাটোয়ার প্রবাসী সমাজকল্যাণ সংস্থার এর সময়োপযোগী, কর্মমুখী এবং শক্তিশালী একটি কেন্দ্রীয় কমিটি উপহার দেবে বলে আশাবাদী সংগঠনের সকল সদস্যবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Prova il sito Winita oggi
Pingback: Пинко скачать на телефон
Pingback: Winstrol Dosage
Pingback: UFA747 ทางเข้าเล่นพนันบอล ราคาบอลอัตราต่อรองดีที่สุด
Pingback: ufa118