প্রচ্ছদ / প্রচ্ছদ / পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২ জন

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২ জন

ওমর ফারুক মজুমদারঃ-

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী।

আজ রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার মুসুল্লিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বেশ কয়েকজন জানান, সকালে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী একটি বাস মুসুল্লীবাড়ী এলাকায় আসার পর একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোটির তিন যাত্রী নিহত হন। আহত হন আরও দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এতে আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …