ইবি প্রতিনিধি
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা প্রেরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান।
মঙ্গলবার প্রেরিত শোক বার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির অসামান্য অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। প্রণব মুখার্জির সঙ্গে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জননেত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসিত থাকাকালীন প্রণব মুখার্জি তাঁকে সার্বিক সহযোগিতা করেছেন। এমন দুঃসময়ে তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার পাশে দাঁড়িয়েছিলেন। যেকোনো সংকটে তিনি জননেত্রীর পাশে ছিলেন।
তিনি বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে আর বাংলাদেশ হারালো একজন অকৃত্রিম বন্ধুকে। ড. শাহিনুর রহমান তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায়, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা প্রেরণ করেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: online platform
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: สล็อตเกาหลี
Pingback: ufabet789
Pingback: Ulthera ราคา
Pingback: ไข่สั่น
Pingback: ddiyala
Pingback: investigate this site