মোঃ মিনহাজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক।
আজ শনিবার (১৪ই মার্চ) ছিল স্বপ্নীল সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের নিয়ে সংগঠনের পক্ষ থেকে রাজধানীর ফ্রেন্ড সার্কেল রেস্টুরেন্টে অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রতিবন্ধীদের নিয়ে আজ সকাল ৯ টা থেকে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। রাজধানীর ফ্রেন্ড সার্কেল রেস্টুরেন্টে অনুষ্ঠান চলে সারাদিন। এ সময় প্রতিবন্ধীদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়; এবং অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে টিশার্ট বিতরণ করা হয়।
স্বপ্নীল সংগঠনের সদস্যরা বলেন, প্রতিবন্ধীদের সবাই বোঝা মনে করেন। সবাই প্রতিবন্ধীদের ব্যবহারে বিরক্ত হয়।কিন্তু তারা তো এই সমাজের-ই অংশ, তাই আমরা চাই সবাই যেন প্রতিবন্ধীদের ভালবাসে।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকে স্বপ্নীল সংগঠন অসহায়দের সাহায্য, বৃক্ষ রোপণ, দুস্থ রোগীদের চিকিৎসা ব্যয়, বিনা খরচে রক্ত পরীক্ষা, যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার করা সহ সমাজ সেবামূলক আরও বিভিন্ন কাজ করে আসছে। তাছাড়া, স্বপ্নীল সংগঠন এর রক্ত দানের নিজস্ব টিম রয়েছে যারা নিয়মিত রক্তদান করে থাকেন।
স্বপ্নীল সংগঠন এর সভাপতি জহিরুল ইসলাম সুমন বলেন, আমরা খুব দ্রুত-ই প্রতিবন্ধী দের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ্।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নীল সংগঠনের সাধারণ সম্পাদক ইমা আক্তার, সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী, সহ-সভাপতি রাহাত হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো:সাকিব মিয়া ও রিয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক রোবেল মিয়া, সনিয়া আক্তার, শাহীন আলম সাব্বির, দপ্তর সম্পাদক – রিয়াজুল ইসলাম, ফারুক মিয়া, তন্ময়, রিয়াজুল, রাশিদুল, সাথী, দেলোয়ার, রাশেদ, বাঁধন সহ সংগঠন এর সকল সদস্য বৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: บริการพ่นฉนวนพียูโฟม
Pingback: เว็บไซต์สล็อต
Pingback: Ulthera ราคา