নিজস্ব প্রতিনিধি সিএন নিউজঃ-
‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ স্লোগানকে সামনে রেখে ব্যতিক্রম এক আয়োজন “কথা বলুন সরাসরি আপনার ওসির সাথে” নাঙ্গলকোটে এ প্রথমবারের মত জনগনের দোরগোরায় সেবা প্রদানের উদ্যোগ নেন নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ (পিপিএম)।
নাঙ্গলকোট থানা পুলিশের আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মত জনগনের বিভিন্ন সমস্যা সমাধান, সাধারন জনগনের অভিযোগ সাথে সাথে কম্পিউটারে টাইপ করে টাইপকৃত স্বাক্ষরিত জিডি ও অভিযোগ দাখিল করার ব্যবস্থা করেন তিনি।
এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন নাঙ্গলকোটের সকল শ্রেণি পেশার মানুষ, সাধারণ জনগণ বলছেন এর আগে নাঙ্গলকোটে এমন দৃশ্য দেখেননি তারা। ব্যতিক্রম এ আয়োজনে খুশি সবাই, তারা চায় এ সেবা প্রদান যেন সব সময়ে চলমান থাকে এমনটাই আশা তাদের।
আর এইচ আর।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: Ulthera
Pingback: ข้าวหมาก
Pingback: ข่าวสารฟุตบอล
Pingback: that site