নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ দোয়া মাহফিলের আয়োজন করেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার জুম্মার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ড. আ স ম শোয়াইব। এছাড়াও দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণার্থেও দোয়া করা হয়। দোয়া শেষে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে তবারক বিতরণ করা হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারী, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা তৌকির মাহমুদ মাহফুজ, ফয়সাল সিদ্দিক আরাফাত সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: original aviator game
Pingback: หนังสั้นจีน
Pingback: Ufa9789 ที่คอฟุตบอลชื่นชอบ
Pingback: เน็ต บ้าน ais