নিজস্ব প্রতিবেদকঃঃ
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট শিক্ষার্থী। বুধবার (২৬ ফেব্রুয়ারী) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাদের এ পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী ‘ প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পদকপ্রাপ্তরা হলেন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জাকারিয়া রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের জাহিদুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শাহাবুব আলম, আইন বিভাগের লাবনী আকতার, অর্থনীতি বিভাগের আলমগীর হোসাইন, পরিসংখ্যান বিভাগের শাহরিয়ার মোর্শেদ, আইসিই বিভাগের ইমরান হোসাইন ভূঁইয়া ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নাজনিন আকতার।
পদক গ্রহণ অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে