প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / “প্রবাসী জীবন আমার, “লোকমান হোসেন মিয়াজী “

“প্রবাসী জীবন আমার, “লোকমান হোসেন মিয়াজী “

সিএন নিউজ২৪.কম।

“প্রবাসী জীবন আমার,
বুকটা যে আমার শূন্য।
প্রিয়জনদের সুখে রাখার,
তাইতো মনটা পরিপূর্ণ।
সাত সাগর তের নদীর দেশে,
ভ্যাগটাকে বদলে দিতে এলাম প্রবাসে।
ঋন করেছি অনেক ঋন?
শোধ করিবো কবে।
না সুূদিলে ঘর বাড়ীটা,
চলে যাবে ব্রাক ব্যাংকের হাতে।

দেশের মায়া ছেড়ে দিয়ে,
আসলাম যে এই প্রবাসে।
ভাইকে খুশি বোনের হাঁসি,
মিঠাই কেমন করে।
পাহাড় সমান ঋনের মুক্তি,
হবো কেমন করে।

চাই না সোনা চাই না শাড়ি,
মা বলে খোকা তুুই কবে আসবি বাড়ী।
মায়ের বুকটা ছেলের জন্য সূদু থাকে খালি,
বাবা বলেন দেশে আসলি পকেটা যে খালি।
ভাই বলেন দেশে আসলি,
দে না কিনে একটা গাড়ি।
বোনে বলেন ভাইয়া আমার,
দে না এনে সুন্দর একটা ভাবী।

মায়ের আদেশ বোনের ইচ্ছায়,
করেছিলাম আমি বিয়ে।
সেই থেকে প্রবাস জীবন,
হলো পরিপূর্ণ বিষে!

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …